বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। নৌকা হারতে পারেনা। এজন্য ছাত্রলীগ নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দিতে হবে।
তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে দল-মতের উর্ধ্বে উঠে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
বৃধবার (১ সেপ্টেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সিলেট- ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে ছাত্র ও গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখতে জয় কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে দল-মতের উর্ধ্বে উঠে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামসউদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মো. জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদসহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply